Wellcome to National Portal
Main Comtent Skiped

Image
Title
office
Details

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসটি চাদপুর জেলায় তালতলায় অবস্থিত। 

দপ্তর প্রধানের পদবীঃ নির্বাহী প্রকৌশলী । 

অফিসের কার্যক্রম সাধারনত পল্লী অবকাঠামো উন্নয়ন (Rural Sector),শহর অবকাঠামো উন্নয়ন (Urban Sector),পানি সম্পদ উন্নয়ন (Water Sector) । আওতাধীন শাখা অফিস-সমূহঃ  উপজেলা প্রকৌশলীর দপ্তর ৮ টি ।প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)স্থানীয় সরকারী প্রতিষ্ঠান সমুহকে কারিগরী সহায়তা প্রদান, পল্লী ও শহরাঞ্চলের অবকাঠামো ‍উন্নয়ন ও রক্ষণাবেক্ষণসহ ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের ‍আর্থসামাজিক অবস্থার ‍উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ন অবদান রাখছে।স্থানীয় সরকার, পল্লী ‍উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার পল্লী ও নগর অঞ্চলে ‍অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন,বাস্তবায়ন ও পরিবীক্ষণ;পল্লী অবকাঠামো রক্ষণাবেক্ষণ;গ্রোথসেন্টার/হাটবাজার উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণ;ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ ও পৌরসভাকে কারিগরী সহায়তা প্রদান; ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা প্লানবুক, ম্যাপিং ও সড়ক এবং সামাজিক অবকাঠামোর ডাটাবেজ প্রস্তুতকরণ করা হয়।